ভিয়ারিয়ালের কাছে রিয়ালের হার

0
102

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় বছরের শুরুটা ভালো হয়নি শিরোপা প্রত্যাশি রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের কাছে হেরেছে কার্লো আনচেলত্তির দল। তাতে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো বেনজেমাদের।

শনিবার নিজেদের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।

ম্যাচের শুরু থেকেই লস-ব্লাঙ্কোসদের চোখে চোখ রেখে লড়েছে ভিয়ারিয়াল। গ্যালক্টিকোদের সব আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণ করে স্বাগতিকরা।

তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

বিরতির পর প্রথম আক্রমণেই সফলতা পায় ভিয়ারিয়াল। ৪৭তম মিনিটে দলকে লিড এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়েমেরি পিনো।

৬০তম মিনিটে পেনাল্টি থেকে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তিন মিনিট পর পেনাল্টি পায় ভিয়ারিয়াল। সফল স্পটকিকে জয়সূচক গোলটি করেন জেরার্ড মোরেনো।

শেষের বাঁশি বাজার আগে ব্যবধান আরাও বাড়ানোর সুযোগ পেয়েছিল ভিয়ারিয়ালও। কিন্তু আরনট ডানজুমা শট একটুর জন্য যায়নি জালে।

এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো রিয়ালের। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে।

ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।