ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুবি ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ 

0
217

মুনিরা আক্তার, কুবি প্রতিনিধি: ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ (রেজা-স্বজন) এর পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রায় দশটি স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) সকাল ১০টায় শালবন বিহার সরকারি প্রাথমিক স্কুলে প্রথম শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা এলাহী, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরন বিশ্বাস ও অন্যান্য ছাত্রলীগ কর্মীরা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা এলাহী বলেন, বর্তমান বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকার পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের দিক-নির্দেশনায় কোমলমতি শিক্ষার্থীদের খাতা ও কলম উপহার হিসেবে দিয়েছি।

শালবন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা মোবাশশ্বারাহ আক্তার বলেন, ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা এই খাতা ও কলম পেয়ে খুবই আনন্দিত। আমি চাইবো ছাত্রলীগ যেন এমন ভালো কাজ সবসময় করে যায়।