রোনালদোকে ২১ কোটি নয়, ৪৮ লাখে নিতে পারত সৌদি

0
250

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বছরে ২১ কোটি মার্কিন ডলার চুক্তিতে আড়াই বছরের জন্য দলে নেয় সৌদি আরবের ক্লাব আল নাসের।

দ্য অ্যাথলেটিক বলছে, গ্রীষ্মের দলবদলে রোনালদোকে মাত্র ৪৮ লাখ ডলারে নিয়ে আসার সুযোগ ছিল ইউরোপিয়ান ক্লাবগুলোর। তবে এত কম মূল্যেও শেষপর্যন্ত শীর্ষ পাঁচ লিগের কোনো ক্লাব আগ্রহ দেখায়নি রোনালদোকে নিয়ে।

ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ার পর থেকেই মূলত অন্য ক্লাব খুঁজতে শুরু করেন রোনালদো। তবে দলবদলের সময়সীমা পেরিয়ে গেলেও পছন্দের ক্লাব খুঁজে পাননি ‘সিআর সেভেন’। এমনকি মূল্য কমিয়েও চেষ্টা করা হয়েছিল ক্লাব ছাড়ার।

তবে কেউই তখন আগ্রহ দেখায়নি তাকে নিয়ে। বাধ্য হয়ে ইউনাইটেডে থাকতে হলেও সেখানে সুখে ছিলেন না এই ফরোয়ার্ড। তার বেশির ভাগ সময় কাটছিল বেঞ্চে বসে।

ক্ষুব্ধ রোনালদো একপর্যায়ে ম্যাচ শেষ হওয়ার আগে ডাগআউট ছেড়ে বেরিয়ে গিয়েও জড়ান বিতর্কে।

এরপর পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ ও ক্লাব কর্মকর্তাদের ধুয়ে দিয়ে তৈরি করেন ওল্ড ট্রাফোর্ড ছাড়ার রাস্তাও। বিশ্বকাপের মাঝামাঝি সময়ে ইউনাইটেডের সঙ্গে চুক্তিও শেষ করে দেন রোনালদো। তবে সেই সময় ইউরোপে খেলতে চান বলেও জানান ৩৭ বছর বয়সী এই তারকা।