এক বছরে সড়কে প্রাণ গেছে ৫৭৬০ জনের

0
188
Exif_JPEG_420

২০২২ সালে সারাদেশে সড়ক পথে ৫ হাজার ৭০টি দুর্ঘটনায় ৫ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ তথ্য জানান।

তিনি জানান, একই সময়ে রেলপথে ২৫৬টি দুর্ঘটনায় ২৭০ জন এবং নৌপথে ৭৭টি দুর্ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে গেল বছর সড়ক, রেল ও নৌপথে ৭ হাজার ২৪টি দুর্ঘটনায় ৮ হাজার ১০৪ জনের মৃত্যু এবং ৯ হাজার ৭৮৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর আনুমানিক এক হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে।

গত বছর সবচেয়ে বেশি ৬৭৫ জনের মৃত্যু হয়েছে মার্চে এবং সবচেয়ে কম ৩৭৪ জনের মৃত্যু হয়েছে অক্টোবর মাসে।

বিগত দুই বছরের তুলনায় ২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।