ছাত্রদল নেতা রাসেল সহ বিএনপির ১২ নেতা-কর্মীর জামিন

0
199

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেল সহ বিএনপির ১২ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত তাদের জামিন প্রদান করেন।

জামিন প্রাপ্ত অন্যরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. রফিকুল ইসলাম টুকু, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ফরাজী, সরদার মো. শাফায়েত হোসেন শাহীন, রিপন ডাকুয়া, সুমন মোল্লা, কাইয়ুম ফকির, সালাম শেখ, নাজমুল শিকদার, আল আমিন শেখ, মিজান হাওলাদার ও মুক্তা শেখ।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন ওই ১২ বিএনপি নেতার জামিনের তথ্য নিশ্চিত করে জানান, এর আগে গত ২৮ নভেম্বর সহ ১০ ডিসেম্বওে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা মো: ছিদ্দিকুর রহমানের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।