রাবি বন্ধুসভার নেতৃত্বে শাহাবুদ্দিন-সুমাইয়া

0
302

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রথমআলো বন্ধুসভার কার্যকরী কমিটি-২৩ ঘোষণা করা হয়েছে। কমিটিতে রসায়ন বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন আহমেদকে সভাপতি ও এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জেসমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) প্রথমআলো বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সভাপতি উত্তম রয় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক ২৫ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যকরী কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি নয়ন চন্দ্র দাস, বিনিতা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, আবু সাদাদাৎ বাঁধন, সাংগঠনিক সম্পাদক তুহিনুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রহিমা সিদ্দিকী সূচী, দপ্তর সম্পাদক ইমন ভূইয়া, প্রচার সম্পাদক সোহেল হাসান সৈকত, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রায়হান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মৌ সিং, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক তাবাসসুম জান্নাত, প্রশিক্ষণ সম্পাদক সুদ্বীপ বিশ্বাস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক গোলাম মোস্তফা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মীর আল আমিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক দিপালী বাশার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তানজিদা ঋতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজেদুল ইসলাম রিগ্যান, ম্যাগাজিন সম্পাদক তানজিলা আইরিন সূচনা, বইমেলা সম্পাদক আনিসুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শুভ, তহুরা খাতুন ও সবুজ কুমার রায়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সাদেকুন আরেফিন মাতিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম নীরব, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রিজভী আহমেদ ভূইয়া, প্রথমআলো রাজশাহীর ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, প্রথমআলো রাবি প্রতিনিধি তাপস কুমার সরকার, রাবি বন্ধুসভার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রকি, তাসনিম হোসেন, তারিফ হাসান মেহেদী, সুরুজ সর্দার, সাবেক সাধারণ সম্পাদক সিফাত হোসেন ও নাহিদা ইসলাম শিমু।