ঘাটাইলে ছয় ইটভাটায় ১৯লাখ টাকা জরিমানা

0
149

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ছয়টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঊনিশলাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে পরিবেশগত ছাড়পত্রবিহীন ছয়টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ইটভাটার চুল্লি ভাঙ্গাসহ প্রায় পঞ্চাশ হাজার কাঁচা ইট নষ্ট করা হয়। এসময় মালিকগণকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক জমির উদ্দিন ও সহকারি পরিচালক তুহিন আলম।

অভিযানে প্রসিকউটরের দায়িত্ব পালন করেন সহকারি পরিচালক তাপস চন্দ্র পাল। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।