বিপিএলের শুরুতে থাকছে না ডিআরএস

0
174

আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে গত বছরের মতো এবারও বিপিএলের শুরুতে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) বিকল্প হিসেবে থাকছে। তবে টুর্নামেন্টের এলিমিনেটর পর্ব থেকে ডিআরএস থাকবে বলে জানা গেছে।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এই সময় হক-আই আর ভার্চ্যুয়াল-আই প্রযুক্তি পাওয়া যাচ্ছে না। সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে ভার্চ্যুয়াল-আই আনা হয়। আর হক-আই আনলে তাদের আগে নিশ্চিত করতে হয়। সে কারণে পুরো ডিআরএস এলিমিনেটর ও ফাইনাল ম্যাচে পাব।’

৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি এবার দ্বিগুণ হয়েছে। সর্বশেষ মৌসুমে বিপিএলের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ কোটি টাকা ও রানার্সআপ দল ৫০ লাখ টাকা।

গভর্নিং কাউন্সিল সদস্যসচিব বলেন, ‘চ্যাম্পিয়নের পুরস্কার আমরা ২ কোটি টাকা রেখেছি, রানার্সআপ ১ কোটি টাকা। সব মিলিয়ে প্রাইজমানি ৪ কোটি টাকার মতো থাকবে। ম্যান অব দ্য সিরিজ ১০ লাখ টাকা, সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকেও ভালো অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হবে।’