ফুলবাড়ীতে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0
149

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাইমারী পর্যায়ে ২৪ হাজার ৭শত ৫০জন ও মাধ্যমিক পর্যায়ে পায় ১৩ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম,উপজলো মহলিা ভাইস চয়োরম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সমসের আলী মন্ডল, উপজলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইঁয়া প্রমুখ।

অপরদিকে ফুলবাড়ী সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও সুজাপুর মডেল সরকারী প্রাথমকি বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।