বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই, আনন্দের ঢেউ

0
230

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: সারাদেশের ন্যায় নতুন বছরের শুরুতে বগুড়ার শেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৭ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অংশ হিসেবে ১ জানুয়ারী রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এদিকে বছরের প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে, তাদের চোখে-মুখে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কর্মসুচী অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বেলা সোয়া ১২টার দিকে শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব।

বেলা ১২টার দিকে উপজেলা মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অভিভাবক সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ১২৭, এনজিও দ্বারা পরিচালিত ১৭টি সহ মোট ২৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৯ হাজার ৫’শ শিক্ষার্থীকে ২ লাখ ২৯ হাজার, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও এবতেদায়ী মাদ্রাসাসহ ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থীদের জন্য ৪ লাখ ৬৪ হাজার নতুন বই বিতরণ করা হবে।

এরই ধারাবাহিকতায় উপজেলার শেরউড ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজ, শেরপুর পৌরসভা প্রাথমিক বিদ্যালয়, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সামিট স্কুল এন্ড কলেজ, শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টাউনকলোনী এ জে উচ্চ বিদ্যালয়, সেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ধড়মোকাম উচ্চ বিদ্যালয়, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কেল্লা উচ্চ বিদ্যালয়, ভীমজানি উচ্চ বিদ্যালয়, ছোনকা উচ্চ বিদ্যালয়, বিশ্বা উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী নতুন বই বিতরণ করা হয় বলে জানা গেছে।