ঘোড়াঘাটে মন্দিরের উন্নয়নকল্পে আলোচনা সভা ও সুধী সমাবেশ

0
146

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার কাদিমনগর সার্বজনীন শ্রী শ্রী গোপাল গিরিধারী বিগ্রহ মন্দিরের উন্নয়নকল্পে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা ও সুধী সমাবেশের সভাপতিত্ব করেন, ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উপ-পরিচালক মশিউর রহমান, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন, বীরগঞ্জ আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, কাদিমনগর মন্দির কমিটি সভাপতি হিমাংশু সাহা, সাধারন সম্পাদক কানাই লাল সাহা ও প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, শিক্ষক অমিত্র মহন্ত।

ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মন্দির উন্নয়নকল্পে আলোচনা সভা সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি