ঘাটাইলের মুকুল একাডেমী বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন বছরে নতুন বই!

0
246

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মুকুল একাডেমী প্রাথমিক বিদ্যালয়ের ছোট সোনামনি শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে এ বই বিতরণ করা হয়। মুকুল একাডেমী প্রাথমিক বিদ্যায়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে বই বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার মোঃ আরিফুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার কল্পনা ঘোষ,মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ কাকলী খাতুনসহ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ নতুন বই তুলে দেন। বই পেয়ে শিক্ষার্থীরা অনেক অনেক আনন্দিত ও উচ্ছসিত।