নান্দাইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
110

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আগারগাঁও ইউনিয়নের সিংদই (লুদারবাড়ি) লুকমান মিয়ার কন্যা দীপালি আক্তার(২)। দীপালি লুকমান মিয়ার ২য় তম কন্যা ছিল।

স্থানীয়রা জানায়, সোমবার (২০ জুলাই) সকালে দীপালি আক্তারকে হঠাৎ খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খোঁজি করার পর দেখতে পেল দীপালি বাড়ির সামনে পুকুরে মৃত অবস্থায় ভেসে রয়েছে।

পরে স্থানীয়রা দীপালিকে পুকুর থেকে করে বিকাল ২.৩০ মিনিটে জানাজা নামাজ আদায় করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।