গাইবান্ধায় ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

0
137

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বস্তা ভর্তি ১ হাজার ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশী করা হয়। এ সময় ওই গাড়িতে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেনসিডিলের চালানটি আটক করা হয়। এ সময় মাদক বহনকারী দুই কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামে মৃত আমির আলী ইমরান আলী (৩০) ও মৃত আমির আলীর ছেলে রবিউল ইসলাম (২৫)।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের দেওয়া তথ্যমতে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানানো হয়।

গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ভূমিকা নিয়ে অভিযান অব্যাহত থাকবে।