পরিত্যক্ত স্কুলকক্ষে ঝুলে ছিল যুবকের মরদেহ!

0
216

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় লিটন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ স্কুল কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিবান্ধা গ্রামের বলদীপাড়ার এক স্কুল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। লিটন মিয়া ওই গ্রামের মৃত খলিল শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, বুধবার সকালে বাড়ি সংলগ্ন পরিত্যক্ত স্কুল কক্ষের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লিটন মিয়াকে দেখতে পায় স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করে।