ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সার বোঝাই ট্রাক উল্টে যানজটের সৃষ্টি

0
230

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সড়কের প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বুধবার ভোরে শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী সার বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ঘন্টাব্যাপী সড়কে যানজটের সৃষ্টি হয়। অসংখ্য গাড়ি এ সময় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন ব্যবহার করে চলাচল শুরু করে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, সকাল সাড়ে ৭টা দিকে ট্রাকটি সড়ক থেকে সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।