ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ১০৬

0
225

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজন মারা গেছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২০৪ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬১ হাজার ৪০২ জন।