পুতিনকে ‘বাস্তবতা স্বীকার করে’ যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

0
105

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার করে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ২২ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে স্বীকার করেন পুতিন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সামরিক সংঘর্ষ চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য নয়; বরং এই যুদ্ধের অবসান ঘটানোই আমাদের লক্ষ্য। আমরা এ যুদ্ধের অবসানের জন্য চেষ্টা করব এবং তা অবশ্যই যত তাড়াতাড়ি হয়, ততই মঙ্গল।’

তিনি আরও বলেন, ‘সব সশস্ত্র সংঘাত কোনো না কোনোভাবে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে শেষ হয়। একটু আগে বা পরে, সংঘাতের মধ্যে থাকা যে কোনো পক্ষ বসে একটি চুক্তি করে। যারা আমাদের বিরোধিতা করে, তাদের কাছে যত তাড়াতাড়ি এ উপলব্ধি আসে, ততই মঙ্গল। আমরা কখনোই এই সম্ভাবনা ত্যাগ করিনি।’

পুতিনের এমন মন্তব্যের একদিন পর বাস্তবতা স্বীকারের পাশাপাশি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্ব জানত যে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ ছিল একটি অন্যায় যুদ্ধ। অবশেষে ৩০০ দিন পর পুতিন এটিকে যুদ্ধ হিসেবে স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘বাস্তবতা স্বীকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা তাকে ইউক্রেন থেকে তার সৈন্য প্রত্যাহার করে এই যুদ্ধ শেষ করার আহ্বান জানাই।’