আইপিএলে বাংলাদেশের ৩ জন!

0
217

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসলে বল হাতে ভালো করায় মুস্তাফিজুর রহমানকে রিটেইন করে দিল্লি ক্যাপিটালস। নতুন করে আইপিএলের এবারের আসরের জন্য নিলাম থেকে দল পেয়েছেন লিটন দাস এবং সাকিব আল হাসান। শেষ মুহূর্তে তাদের দুজনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাতে প্রথমবারের মতো একই আসরে বাংলাদেশের তিনজনকে আইপিএল মাতাতে দেখা যাবে।

এদিকে আইপিএল নিলামে বাজিমাত করেছেন স্যাম কারান। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। ফলে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন কারান। স্বদেশি বেন স্টোকসকে দলে নিতে চেন্নাই সুপার কিংসের খরচ ১৬ কোটি ২৫ লাখ রুপি। তবে নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের খরচ ১৭ কোটি। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে দলে নিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস খরচ করেছে ১৬ কোটি রুপি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক প্রথমবারই চড়া দামে বিক্রি হয়েছেন। ১৩ কোটি ২৫ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন এই ইংলিশ ব্যাটার।