রাঙ্গাবালীতে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
126

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত কিশোর-কিশোরী এবং নারীর ক্ষমতায়নের জন্য সমন্বিত পরিসেবা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির অর্থায়নে এবং জাগোনারী সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেক মূহিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, জাগোনারী সংস্থার পরিচালক (জোগাযোগ) ডিউক ইবনে আমিন, মনিটরিং এন্ড ইভেলিউশন কোঅর্ডিনেটর হাসান শাহরিয়ার, আইসিটি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়জিদ আহমেদ, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, মৎস কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল, চর মোন্তাজ ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এসময় বক্তারা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং এই প্রকল্পের আওতায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।