কানাডার বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের বিজয় দিবস উদযাপন

0
331

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল ১৭ই ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় লা-ভোয়া হাই স্কুল মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

হিমাঙ্কের নিচে তাপমাত্রা, তুষারপাত সেই সাথে ঝড়ো হাওয়া, বৈরী আবহাওয়ার কারনে অনুষ্ঠান শুরু করতে কিছুটা বিলম্ব হয়।

সোসাইটির সভাপতি এজাজ আকতার তৌফিক দর্শকের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য উপস্থিত সবাইকে স্বাগত জানান।

ইশরাত আলমের সাবলীল সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে
ছোট্ট মনি ঈয়ারা কবিতা আবৃত্তি ছিল চমৎকার। মুফতি ফারুক ও তৌফিকুর রহমান রাঙাও কবিতা আবৃত্তি করেন। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী সেলিম খান।

একক দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন দেবপ্রিয়া কর রুমা ও মৃণাল পিংকু জান্নাত ইসলাম তুষ্টি ও তার সহযোগীদের নৃত্যের সাথে ছিল দেশপ্রেমের কবিতা। এক কথায় অপূর্ব নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী সেলিম খানের সঙ্গীত পরিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।