ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপে এগিয়ে আর্জেন্টিনা!

0
122

কাতার বিশ্বকাপের ফাইনালে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও ফ্রান্সের এটি চতুর্থ মুখোমুখি লড়াই। অতীত পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে এখনে। আর্জেন্টিনা ও ফ্রান্স- উভয় দলই বিশ্বকাপ জিতেছে দুইবার করে। শিরোপার সংখ্যাটা এবার তিনে নেওয়ার পালা তাদের।

আর্জেন্টিনা পারলে তাদের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচবে। অন্যদিকে ফ্রান্স পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। গত ৬০ বছরে যা কেউ করতে পারেনি।

বিশ্বকাপে এর আগে তিনবারের মুখোমুখি লড়াইয়ে দুইবার জয়ের মুখ দেখেছে আর্জেন্টিনা। একবার জিতেছে ফরাসিরা।

১৯৩০ সালে উদ্বোধনী আসরে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৭৮ সালে ২-১ ব্যবধানে জেতে লাতিন আমেরিকার দলটি।

বিশ্ব সেরার মঞ্চে দুই দলের সবশেষ দেখা চার বছর আগে। রাশিয়া আসরে শেষ ষোলোয় ৪-৩ গোলে আর্জেন্টাইনদের হারিয়ে দেয় ফরাসিরা।

আর সব মিলিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা ১২ ম্যাচে মুখোমুখি হয়েছে। এখানে অনেক এগিয়ে আর্জেন্টিনা। ৬ ম্যাচে জিতেছে তারা। ফ্রান্স জিতেছে তিনবার। বাকি তিন লড়াই ড্র হয়েছে।