ময়মনসিংহের জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি কমছেনা দুর্যোগ

0
84

ইকবাল হাসান, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি ২৪ সেন্টিমিটার হ্রাস পেলেও এখনো বিপদসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার ৭ উপজেলার ৬ লাখ মানুষ পানিবন্দি। সর্বত্র পানি থাকায় নিরাপদ আশ্রয়ও খুঁজে পাচ্ছেন না বন্যার্তরা।

চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ না থাকায় বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ মাধ্যম। চারদিকে থৈ থৈ পানি, ঘরবাড়িতে গলাসমান পানি। ঘরে থাকা সবকিছু তলিয়ে গেছে। সংসারের টুকিটাকি জিনিসপত্রসহ সব হারিয়ে দিশেহারা মানুষ ঘ‌রবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

অনেকেই অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন। সবচেয়ে বড় সংকটে রয়েছেন নারী ও শিশুরা, তাঁদের দুর্ভোগের সীমা নেই। সড়কে পানির স্রোত থাকায় এখন যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। কারো কোথাও যাওয়ার উপায় নেই।

২২ দিন ধরে পানিতে থেকে বন্যার্ত মানুষের মধ্যে পানিবাহিত রোগসহ নানা রোগ দেখা দিচ্ছে। কিন্তু কোথাও প্রাথমিক চিকিৎসা দেয়ার লোকজনের দেখা নেই। কোথাও সরকারি ব্যবস্থাপনায় উদ্ধারকারী দল খুঁজে পাওয়া যায়নি।

এ দিকে সরকারি হিসেব মতে জেলায় এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১২ জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় দফার বন্যায় জেলার সাতটি উপজেলার ৩৯টি ইউনিয়ন কবলিত হয়েছে।

একই সঙ্গে চারটি পৌরসভাও বন্যাকবলিত হয়েছে। ওই ইউনিয়ন ও পৌরসভার ২৭৯টি গ্রামের ৬ লাখ ১হাজার ৯৬৭ জন পানিবন্দী অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে ২ হাজার ৮১০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।