তাপমাত্রা নামল ৯ দশমিক ৩ ডিগ্রিতে

0
164

দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে শীত পড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজশাহীতে ১০.০, যশোরে ১০.২, সাতক্ষীরায় ১০.৫, ঈশ্বরদীতে ১০.৭, বদলগাছীতে, তেঁতুলিয়ায় ১০.৯, ১১.৭, রাজারহাটে ১১.৮, তাড়াশে ১২.২, খেপুপাড়ায় ১২.৩, খুলনায় ১২.৫, দিনাজপুরে ১২.৬, ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।