টেস্ট জিততে শেষ দিনে সাকিবদের চাই ২৪১

0
140

পাহাড়সম রান টপকে জয় পেতে চতুর্থ দিনের শুরুটা বেশ ভালোই শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় সেশন থেকে শেষ সেশন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেল বাংলাদেশ দল। যেখান থেকে দাঁড়িয়ে জয় দূরের কথা হারের শঙ্কায় এখন স্বাগতিকরা।

সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজের ব্যাটে চতুর্থদিন শেষ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে শেষদিনে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪১ রান। অন্যদিকে ভারতের চাই ৪ উইকেট। সাকিব ৪০ এবং মিরাজ ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

এর আগে আজ শনিবার চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ জাকির হাসান। গতকাল ১৭ রানে অপরাজিত থেকে দিন পার করার পর আজ ৮৩ রান যোগ করে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন বাঁহাতি এই ওপেনার। ওপেনার হিসেবে বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তিনি। ২১৯ বলে ১৩ চার ও ১ ছয়ে সেঞ্চুরি উদযাপন করেন জাকির।