উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

0
133

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে থানা চত্বরে দিনের শুভ সূচনা হয়। ভোর ৬.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন (উল্লাপাড়া- সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড, উল্লাপাড়া প্রেসক্লাব, সাংষ্কৃতিক ও সামাজিক সংগঠন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ৯ টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি। পরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, বিএনসিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো বঙ্গবন্ধুর অনেক অসমাপ্ত কাজ বাকী রয়েছে। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, স্বাধীনতা আমাদের অহংকার। আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা করি।