চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে অনুষ্ঠিত 

0
231

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি অবদান রয়েছে ছাত্রলীগের।

নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি,যুদ্ধে ছাত্রলীগের অংশগ্রহণই ছিল সর্বাপেক্ষা।সে সময়ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও বর্তমানে দেশের ভাবমূর্তি বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে ছাত্রলীগের নেতাকর্মীদের।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে ছাত্রলীগের নেতাকর্মীদের। এছাড়াও স্বাধীনতা বিরোধীদের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। স্বাধীনতাবিরোধী সকল অপশক্তিকে মুছে দিতে হবে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের মধ্যে বিবেধ তৈরিতে কাজ করছে আওয়ামী লীগেরই কিছু নামধারী নেতাকর্মী। তাদের ষড়যন্ত্রেরও জবাব দেওয়া হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রলীগের কারও গায়ে হাত দিলে, তাদের হাত ভেঙে ফেলা হবে।
দেশের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি করেছে ছাত্রলীগ জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা।চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন, ছাত্রলীগ জেলা শাখার সভাপতি ডা. সাইফ জামান আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন।