একদিনে আরও ১৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

0
188

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ১৮৪ জন ভর্তি হয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ১০০ জন এবং ঢাকার বাইরে ৮৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৯২৬ জন। এরমধ্যে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৭৪৩ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। মারা যান ১০৫ জন।