ধামরাইয়ে নানা আয়োজনে ১৩ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন

0
229

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ১৩ই ডিসেম্বর ধামরাই হানাদার মুক্ত দিবস উপলক্ষে নানা আয়োজনে উপজেলার সর্বস্তরের বীরমুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন ও বিশিষ্টজনদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারে দুপুরে
১৩ই ডিসেম্বর ধামরাই হানাদার মুক্ত দিবসের এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্হানীয় সাংসদ (ঢাকা-২০ ধামরাই) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন।

এ’সময় আরো বক্তব্য রাখেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,আওয়ামী লীগ নেতা শিল্পপতি সুধীর চৌধুরী সহ অন্যান্যরা।

এ’সময় এ’অনুষ্ঠানে ধামরাই উপজেলার সর্বস্তরের প্রায় চারশতাধিক বীর মুক্তিযোদ্ধাগন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্হিত ছিলেন।

আলোচনা সভায বিভিন্ন বক্তারা বলেন ১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর পাক-হানাদার বর্বর বাহিনীর উপর ভারতীয় বিমান বাহিনীর এক ঝাঁক বোমারু বিমান ঢাকা – আরিচা মহাসড়কের ধামরাই – সাভারের মধ্যবর্তী বংশী নদীর (ইসলালামপুর সংলগ্ন) এলাকায় তৎকালীন ফেরি ঘাটে বোমা ফেলে। পাশাপাশি মুক্তি বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এর নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধাগন স্হল পথে পাক-হানাদার বর্বর বাহিনীর উপর ব্যাপক আক্রমণ করে এতে ঘটনাস্থলেই পাক-হানাদার বর্বর বাহিনীর সদস্যগন হতাহত হন।তৎক্ষনাৎ পাক-হানাদার বর্বর বাহিনীর সদস্যগন আহত সদস্যদের নিয়ে বিভিন্ন পালিয়ে যায়।