ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তির লটারী সম্পন্ন

0
181

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে এবারও ষষ্ঠ শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারীর মাধ্যমে ভর্তির লটারী অনুষ্ঠান স্বচ্ছ, সুন্দর সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ঘটিকার সময় সময়ই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে ষষ্ঠ শ্রেণির ভর্তির লটারী শুরু হয়ে একটানা দুইটা পর্যন্ত লটারী অনুষ্ঠান সম্পন্ন হয়।

ষষ্ঠ শ্রেণির ১১০ জন বালক,১১০ বালিকা লটারী জয়ের মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পেল,সেইসাথে ১০ জন বালক,১০জন বালিকা অপেক্ষমান রয়েছে। এছাড়াও হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, মুক্তিযোদ্বা,প্রতিবন্দী কোটায় কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে।

এ’সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন – ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারীর মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ সুন্দর পরিবেশে সম্পন্ন করা হয়েছে। এর বাহিরে অন্য কোন ভাবে ভর্তির সুযোগ নেই।আপনাদের সর্বমহলের উপস্থিতিতে স্বচ্ছ সুন্দর ভাবে লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।আপনারা সবাই সহযোগিতা করবেন ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,কর্মকর্তা – কর্মচারীবৃন্দ,ভর্তিচ্ছু শিক্ষার্থী- ও তাদের অভিভাবকবৃন্দ,সাংবাদিকবৃন্দ।