মৈত্রী ফুটবল ম্যাচ খেলতে ভারত থেকে বিএসএফ বাংলাদেশে

0
105

হিলি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া মৈত্রী ফুটবল ম্যাচ খেলতে বিএসএফ’র ৪৬ সদস্যের একটি প্রতিনিদি হিলি সীমান্ত ইমিগ্রেশর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিএসএফ’র নর্থব্যাঙ্গল ফ্রন্ট ইয়ারের আইজি অজয় সিং এর নের্তত্বে বিএসএফ’র খেলোয়ার সহ কর্মকর্তারা বাংলাদেশে প্রবেশে করেন।

এসময় ইমিগ্রেশর চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বিজিবি’র উত্তর পশ্চিম রিজিওন’র ডেপুটি কমান্ডার কর্ণেল জাকারিয়া তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এসময় উত্তর পশ্চিম রিজিয়নের পরিচালক লেঃকর্ণেল সালাউদ্দিন সহ হাকিমপুর থানা পুলিশের ওসি আবু সায়েম মিয়া, ইমিগ্রেশন ওসি বাদিউজ্জামানসহ উভয় দেশের বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সোমবার বিকেল তিনটায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে বিজিবি ও বিএসএফ’র মধ্যে এই মৈত্রী ফুটবল খেলা।

বিজিবি’র উত্তর পশ্চিম রিজিওন-এর ডেপুটি কমান্ডার কর্ণেল জাকারিয়া বলেন, এই খেলার মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষি বাহিনীর মধ্যে সম্পর্ক আরো সু-দৃঢ় হবে এবং দুই দেশের সীমান্তরক্ষি বাহিনীর মধ্যে স্যেহার্দ্য ও সম্প্রিতি বজায় রোখে সীমান্তে কাজ করা উভয়ের জন্য আরও সহজ হবে।