মিরাজের প্রথম বলে ধাওয়ান আউট

0
155

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন ভারতের ওপেনার শেখর ধাওয়ান। শুরুর ৪ ওভার শেষে বল হাতে আসেন মিরাজ। আর প্রথম বলেই শেখর ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার অলরাউন্ডার। ফেরার আগে ৮ বল মোকাবেলায় ৩ তিন করেন ভারত ওপেনার।

অপরপ্রান্তে ইশান কিশান ২৪ রানে আছেন অপরাজিত। ২৪ বল খেলে এই রান করেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার জায়গায় নেমে। শেষ খবর পর্যন্ত ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩৩ রান।

দ্বিতীয় ওয়ানডের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন গতিময় পেসার তাসকিন আহমেদ। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি।

চোটের জন্য দুটি পরিবর্তন অনিবার্য ছিল, হলোও তাই। সিরিজ শেষ হয়ে যাওয়া নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও দিপক চাহার স্বাভাবিকভাবেই নেই একাদশ। ওপেনিংয়ে ফিরেছেন ইশান কিষান। শেষ মুহূর্তে দলে আসা রিস্ট স্পিনার কুলদিপ যাদব জায়গা পেয়েছেন একাদশেও।