ঘাটাইলে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

0
189

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় দিগলকান্দি ইউনিয়নের শেখ শিমুল গ্রামে নারীর ক্ষমতায়ন,তথ্যআপার কার্যক্রম,বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,ঘাটাইল উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জীবুন নিছা ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) নুসরাত জাহান সুমীর সঞ্জালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দিগলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম মটু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপ-সহকারী পাট কর্মকর্তা নূরী, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এসকে শিহাব,ইউপি সদস্য ইকবাল হোসেন, তথ্যসেবা সহকারী জাকিয়া, তথ্যসেবা সহকারী জোৎসনা প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ আরও অনেকে উপস্থিত ছিলেন।