উলিপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
95

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুইস্থানে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি দুইটি ঘটেছে, শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার চিড়াখাওয়ার পাড় এলাকায় ও চর বাগুয়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া গ্রামের মোস্তাজুল ইসলামের পুত্র বায়জিদ (৮) সকলের অজান্তে বন্যার পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এছাড়া উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে মুন্নি নামের দেড় বছরের এক শিশু খেলার সময় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। নিহত মুন্নি উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের বজলু মিয়ার কন্যা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম দুই শিশু পানিতে পড়ে নিহত হওয়ার ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।