হাজারতম ম্যাচে মেসির ভাবনায় ছিল শুধুই তিনজন

0
332

কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি ছিল লিওনেল মেসির ক্যারিয়ারের হাজারতম ম্যাচ। যদিও এই মাইলফলকের কথা জানতেন না তিনি। তবে দর্শকদের আবেগ, সমর্থন ঠিকই ছুঁয়ে গেছে আর্জেন্টিনা অধিনায়ককে। দারুণ পারফরম্যান্সে দলকে তুলে নিয়েছেন কোয়ার্টার ফাইনালের মঞ্চে। আর এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তার ভাবনায় ছিল শুধুই তিনজন।

বাবা লিওনেল মেসির ফুটবল জীবনের বিশেষ ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিল মেসির তিন ছেলে। যা ভাল খেলতে আরও উজ্জীবিত করেছে তাকে। ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘খেলার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সন্তানদের কথা ভেবেছি। ওরা বড় হচ্ছে। এখন অনেক বেশি ফুটবল বুঝতে পারে। তাই উপভোগও করছে।’

ছেলেরা সারাক্ষণ ফুটবলের সঙ্গেই বাস করেন বলে মন্তব্য করেন মেসি, ‘ওরা আসলে সারাক্ষণ ফুটবলের সঙ্গেই বসবাস করে। ফুটবল ওদের প্রভাবিত করে। খেলাটা উপভোগ করে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের মতোই ওরাও ভীষণ উত্তেজিত।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম গোলটিই আসে মেসির পা থেকে। সেই সময় গ্যালারিতে তার স্ত্রী এবং পরিবারের বাকিরা আনন্দে লাফাতে থাকেন। চিৎকার করতে থাকেন মেসি এবং আর্জেন্টিনার জন্য। ম্যাচ শেষে মেসিকে সেই ভিডিও দেখানো হয়। পরিবারের সেই উচ্ছ্বাস দেখে মেসির মুখেও দেখা যায় চওড়া হাসি। এ বারের বিশ্বকাপে মেসি যে বুট পরে খেলছেন, তাতেও লেখা রয়েছে তার স্ত্রী এবং তিন ছেলের নাম।