দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

0
163

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ বন্ধে আগামী দুই মাসের মধ্যে ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ করব। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়। নিষিদ্ধ পলিথিন যারা উৎপাদন ও ব্যবহার করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হতে পাট থেকে সোনালি ব্যাগ তৈরির পরিকল্পনা নিয়েছি। আশা করি পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ হবে।

মো. শাহাব উদ্দিন বলেন, পরিবেশ দূষণরোধে নেওয়া পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়ন করেছি। পরিবেশ মন্ত্রণালয় থেকে কার্যক্রম শুরু হওয়ায় মানুষ বুঝতে পেরেছে যে, টিলা কাটা ঠিক নয়, এটা দেশের জন্য ক্ষতিকর। এ কারণেই টিলা রক্ষা হচ্ছে।