করোনা উপসর্গ নিয়ে মৃত খালিছ আকন্দ এর দাফন করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

0
84

কে এস এম আরিফুল ইসলাম: মৌলভীবাজার জেলার রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম এর নির্দেশনায় ও ৩ নং মুন্সিবাজার ইউনিয়ের চেয়ারম্যান ছালেক আহমদ এর সার্বিক সহযোগিতায় কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে মৃত ব্যাক্তির দাফন কাজে নিয়োজিত- মৌলভীবাজার জেলার (১ম) সেচ্ছাসেবী সংগটন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজারের সদস্যগন মৃত খালিছ আকন্দ এর গোসল,জানাযা ও দাফন সম্পন্ন করে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার।

মৃত খালিছ আকন্দকে হযরত শাহ্ কাজী খন্দকার (রহঃ) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়, উল্লেখ্য যে (১৭জুলাই) শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে খালিছ আকন্দের মৃত্যু হয়।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ২ ঘটিকায় মৃত খালিছ আকন্দের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজে ইমামতি করেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য মাওলানা মাহফুজুর রহমান, উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), সহকারী টিম প্রধান এস,এম গোলাম কিবরিয়া, জেলা টিম সমন্নয়কারী, সুমন আহমদ, সিনিয়র সদস্য মাওলানা হিফজুর রহমান, শেখ তোফায়েল আহমদ, আলমগীর আহমদ, রেজাউল ইসলাম সালাম, বদরুল আহমদ।