ব্রাজিলের জয়ে টিএসসিতে আনন্দোৎসব-আতশবাজি

0
97

বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে গেছে সারাবিশ্বে। সেই উন্মাদনা যেন বাঁধ ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড। উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ব্রাজিলেরও বুকে ছিল ভয়। প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই। এরপর দুই পক্ষের আক্রমণ আর পাল্টা আক্রমণের মাঝে হয় প্রথম গোল। তাতে দর্শকরা উল্লাসে মাতলেও অফসাইড হতাশ করে সবাইকে। দ্বিতীয় গোলে আর অবশ্য তেমন হয়নি।

কাঙ্ক্ষিত গোল আসে ৮৩তম মিনিটে। ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি থাকতে, ক্যাসেমিরোর পা থেকে।

এই গোলের পর থেকেই উৎসব শুরু হয় টিএসসিজুড়ে। ম্যাচ শেষে তা যেন বাঁধভাঙে। গায়ে ব্রাজিলের জার্সি আর পতাকা জড়িয়ে, বাঁশির শব্দে ভিসি চত্বর, শাহবাগ এবং পুরো টিএসসি জুড়ে উল্লাস করেন সমর্থকরা। এসময় আতশবাজিতে রঙিন হয়ে ওঠে চারদিক।

টিএসসিতে খেলা দেখতে এসেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদমান। তিনি বলেন, আমাদের শেষ ১৬ নিশ্চিত। কিন্তু কোনো কোনো দলের এখনো লড়াই বাঁচা-মরার। নেইমার ছাড়াও আমাদের জয় সম্ভব, আজকে প্রমাণ হয়ে গেলো। ব্রাজিল এবার কাপ নেবে।