বিশ্বকাপে সুইজারল্যান্ডকে কখনও হারাতে পারেনি ব্রাজিল!

0
254

দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট দল ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার মিশন শুরু করা সেলেসাওর সামনে এবার সুইজারল্যান্ড। আর ইউরোপের দেশটি প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ক্যামেরুনের বিপক্ষে। নিজেদের দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে, তারা পৌঁছে যাবে রাউন্ড অব সিক্সটিনে। কিন্তু বিশ্বকাপে লাতিন আমেরিকার জায়ান্টরা কখনোই হারাতে পারেনি সুইসদের। এবার দোহায় কি ইতিহাস বদলাবে ব্রাজিল?

বিশ্বকাপে বরাবরই চমক দিতে পছন্দ করে সুইজারল্যান্ড। যদিও বিশ্বকাপের নকআউট রাউন্ডে তেমন ভালো করার নজির নেই ইউরোপিয়ান আন্ডারডগ হিসেবে পরিচিত দলটির। তবে গ্রুপ পর্ব তারা বেশ কয়েকবারই উতরে গেছে। এবার সে লক্ষ্যেই শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে তারা। সে ম্যাচে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির কোচ মুরাত ইয়াকিন দৃঢ় কণ্ঠেই জানিয়েছেন, ব্রাজিলকে হারানোর সামর্থ্য রয়েছে তার দলের।

এর মধ্যে আবার চোটে জর্জরিত ব্রাজিল শিবির। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ সার্বিয়ার বিপক্ষের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন দলের প্রাণভোমরা নেইমার। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলছেন না তারকা সুপারস্টার। নেইমার ছাড়াও সার্বিয়া ম্যাচের পরই জানা গিয়েছিল সুইজারল্যান্ডের বিপক্ষে দলের নির্ভরযোগ্য রাইট ব্যাক দানিলোকেও পাবেন না তিতে। কারণ সেই চোট। শুধু তাই নয়, লুকাস পাকুয়েতাও ভয় ধরাচ্ছেন। অল্পবিস্তর চোট পেয়েছেন তিনিও। ঝুঁকি এড়াতে ম্যাচের আগে অনুশীলনে যোগ দেননি পাকুয়েতা।

তবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের এক নতুন তারকার জন্ম হয়েছে। নাম রিচার্লিসন। নেইমারের অনুপস্থিতিতে রিচার্লিসন, রাফিনহাদের নিয়েই শেষ ষোলোর স্থান পাকা করতে চান সেলেসাও বস।

আন্তর্জাতিক ম্যাচে সুইজারল্যান্ড-ব্রাজিল মুখোমুখি হয়েছে ৯ বার। তিনটিতে জিতেছে ব্রাজিল, দুটি জয় আছে সুইসদের ঝুলিতে। বাকি চারটি ম্যাচ ড্র। তবে সার্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের সূচনা করা ব্রাজিল কখনও বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারাতে পারেনি। ফুটবলের সেরা মঞ্চে দুই দলের মুখোমুখি দেখা দু’বার।

রাশিয়া বিশ্বকাপে দুটি দলের সাক্ষাতে ম্যাচ ১-১ ড্র হয়। তার আগে ১৯৫০ সালের বিশ্বকাপ খেলেছিল দুই দল। সেইবারও ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়। তার মানে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল বা সুইজারল্যান্ড কোনো দলই একে অপরের বিপক্ষে জয় পায়নি।

স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় শুরু হবে ম্যাচ। দোহায় এদিন রিচার্লিসন, ভিনি জুনিয়ররা অতীত ইতিহাস বদলাতে পারেন কি-না, সেটাই দেখার অপেক্ষা!