বগুড়ায় প্রতিবন্ধী নারীদের প্রতি সহিংসতা দূরীকরণে দিনব্যাপি সেমিনার

0
275

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় এ্যারো ও ইউএনটিএফ’র সহায়তায় প্রতিবন্ধী নারীদের প্রতি সহিংসতা দূরীকরণে উপজেলা সমন্বয় কমিটি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৬ (নভেম্বর) শনিবার বগুড়া হোটেল সিয়েস্টায় উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাবিøউডিডিএফ) এর আয়োজনে দিনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ৫টি উপজেলার ভাইস চেয়ারম্যান, ১০টি ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, উপজেলা সমাজসেবা অফিসার, সাংবাদিক, শিক্ষক ও প্রকল্পে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করে।

উক্ত সেমিনারে অনলাইনে যুক্ত থেকে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন, ডাবিøউডিডিএর এর চেয়ারপারসন শিরিন আক্তার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর হেলেনা আকতার, সোনাতলা পৌরভার মেয়র মো. জাহাঙ্গীর আলম, শেরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নাসরিন আকতার (পুঁঠি), কাহালু উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহিদ হাসান রাসেল, গাবতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ, শেরপুরের গাড়ীদহ ইউপি চেয়ারম্যান মাও. তবিবর রহমান, এরুলিয়া ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, নেপালতলি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমূখ।

সংস্থার বগুড়া এর প্রজেক্ট কোঅডিনেটর আবদুল্লাহ আল ফয়সালের স ালনায় বক্তব্য রাখেন, শারমিন আক্তার দোলন, প্রজেক্ট কোঅডিনেটর (ভাও), নির্বাহী সমন্বয়কারী আশরাফুন নাহার মিষ্টি সেমিনারে ডাবিøউডিডিএফ প্রতিবন্ধিতা, প্রবেশগম্যতা, অন্তর্ভুক্তি বিষয়ে উপস্থাপন করেন। এছাড়াও প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনানা ও কমিউনিটির প্রতিবন্ধী নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় সরকার প্রতিনিধিদের যোগাযোগ অব্যাহত রাখবে তার একটি কর্মপরিকল্পনা পাওয়ার পযেন্ট উপস্থাপনা করেন কর্মসূচী ডাবিøউডিডিএস, ঢাকার সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও কমিউনিটি মবিলাইজার ফাহানা খাতুন হেনা, গোলাম কিবরিয়া, মাহফুজা সিদ্দিকা মুক্ত সামিরা হক উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি দুই জন প্রতিবন্ধীকে ২টি হুইল চেয়ার ও ১০জন প্রতিবন্ধীদের বিশ হাজার টাকার খাদ্য সামগ্রীর ভাউচার প্রদান করেন।