ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ

0
192

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ী মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। রোববার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পরতে পারে। তবে পরের দুই দিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরও জানান, সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। কক্সবাজারে সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং রোববার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে।