চাঁপাইনবাবগঞ্জে ৬ কোটি টাকা আত্মসাৎকারী মূলহোতাসহ ৬ প্রতারক আটক 

0
110

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ mচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্ত গ্রামের ধৃত মোঃ আব্দুস সামাদ এর দোতলা বিল্ডিং এর নীচতলায় মোঃ আব্দুস সামাদ পরিচালিত প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) সংস্থার অফিস কক্ষ থেকে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎকারী ভূয়া এনজিওর মালিক, মূলহোতা, এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার সহ ০৬ জন প্রতারককে আটক করে র‍্যাব-৫।

আটক কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত সবের আলীর ছেলে মোঃ আব্দুস সামাদ (মূহহোতা) (৪৫), রশিকনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ জামাল উদ্দিন (ম্যানেজার) (২৩), নয়ালাভাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মাহফুজুর রহমান (হিসাব রক্ষক)(২২), হরিনগর গ্রামের মৃত এনামুল হকের ছেলে মোঃ জুয়েল আলী (মাঠকর্মী) (২৪),নয়ালাভাঙ্গা শিরোটলা গ্রামের মোঃ মোবারক আলীর ছেলে মোঃ গোলাম রাসেল (মাঠকর্মী) (২৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নলিতনগর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে মোঃ আলমগীর হোসেন (মাঠকর্মী) (৩৫)।

র‍্যাব-৫ একপ্রেস নোটে নিশ্চিত করে বুধবার রাত ১২টার সময় জানায় যে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫,এর একটি অপারেশন দল ২৩ নভেম্বর ২০২২ ইং তারিখ বিকেলে ৩টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্ত গ্রামের ধৃত মোঃ আব্দুস সামাদ (৪৫), পিতা-মৃত সবের আলী এর দোতলা বিল্ডিং এর নীচতলায় মোঃ আব্দুস সামাদ পরিচালিত প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) সংস্থার অফিস কক্ষ থেকে প্রগ্রেসিভ স্টার সোসাইটি সংস্থায় মানুষের জমাকৃত ০৬ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের পরিচালক, মূলহোতা, এরিয়া ম্যানেজার সহ ০৬ জন সক্রিয় সদস্যকে (ক)৫০০০ টি ভূয়া পাশবই (খ) ০৩ টি বিভিন্ন ব্যাংকের ব্লাংক চেক (গ) ০৭ টি মোবাইল ফোন(ঘ) ১২টি সীমকার্ড (ঙ) ২৪টি ভূয়া সীলসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে প্রতারনার করে এটি শিকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।