পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতে চিনি ব্যাবসায়ীকে জরিমানা

0
479

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া উপজেলার বানেস্বর বাজারে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে ১১টায় বানেশ্বর হাটের বিভিন্ন ফার্মেসী ও মুদির দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও রাজশাহী জেলার সহঃপরিচালক মাসুম আলী।

অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়। এসব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বানেস্বর ট্রাফিক মোড়ের মেসার্স শ্যামা ফার্মেসীর মালিক গিরেন কুমারকে ৫১ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স দাশ মেডিকেল হলের মালিক স্বপন কুমার দাসকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও বানেস্বর হাটের আশরাফুল ট্রেডার্স এর মালিক আশরাফুলকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোট ১৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

এসময় প্রশিকিউশন হিসেবে ছিলেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর হাফিজুর রহমান ও রাজশাহী কৃষি বিপণন সুমন্ত কুমার। এছাড়াও নিরাপত্তায় ছিলেন, রিজার্ভ ফোর্স রাজশাহী।