বাংলার মাটিতে এবার আগুন নিয়ে খেলতে দেব না : কাদের

0
170
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার মাটিতে এবার আর আগুন নিয়ে খেলতে দেব না। লাঠি দিয়ে খেলতে দেব না।

রোববার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। খেলা হবে আগুনসন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে। তিনি বলেন, আমরা রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই। যদি কেউ খেলার নিয়ম ভঙ্গ করেন, তাহলে খবর আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমাদের গণতন্ত্র গিলে খেয়েছে। তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে। স্বাধীনতার আদর্শ গিলে খেয়েছে। বিএনপি ক্ষমতা হাতে পেলে বাংলাদেশকেই গিলে খাবে। তাই খেলা হবে, খেলার কোনো বিকল্প নেই।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ভয় দেখাবেন না। আওয়ামী লীগ এখনও বেঁচে আছে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. হাবীব হাসান প্রমুখ।