শেখ রাজিয়া নাসের সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন : কেসিসি মেয়র

0
292

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : “শেখ রাজিয়া নাসের সাহসী ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, “শেখ রাজিয়া নাসের ছিলেন একজন সাহসী ও মহিয়সী নারী।

’৭৫ পরর্বতী আওয়ামী লীগের দু:সময়ে খুলনায় সংগঠনকে সংগঠিত করতে তিনি নীরবে ভুমিকা পালন করে গেছেন। দলের ক্রান্তিকালে শেরে বাংলা রোডের বাড়িতে বসে তিনি নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করতেন বিভিন্ন পরামর্শ দিতেন এবং শ্রমিক নেতা শেখ শহিদুল হকের মাধ্যমে তিনি নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। তিনি আরও বলেন ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার স্বামী শেখ আবু নাসেরকে হত্যার পরে অন্তসত্বা অবস্থায় তিনি ছোট ছোট সন্তান নিয়ে অসহায় ও দিশেহারা হয়ে পড়েন। তৎকালীন স্বৈরাশাসক জিয়া সরকার তার ও তার সন্তানদের উপর বিভিন্ন অমানুষিক নিপিড়ন নির্যাতন চালিয়েছেন। কিন্তু তারপরও অসীম সাহস ও মনোবল নিয়ে তিনি একবার খুলনা, একবার পাবনা, টুঙ্গিপাড়া করে বেড়িছেন তার সন্তানদের জীবন বাঁচাতে একটু মাথা গোঁজার ঠাঁই পেতে। সকল বাঁধা ও রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি তার সন্তানদের মানুষের মত মানুষ করেছেন তারা আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, শেখ রাজিয়া নাসের সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী নারীর ছিলেন বলেই তার পক্ষে এই পরিস্থিতি মোকাবলে করা সম্ভব হয়েছিলো।”

১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক রীগ ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী, দক্ষিণাঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়িাম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল, সমাজসেবক শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দীন বাবু’র মাতা এবং তারুণের অহংকার শেখ সারহান নাসের তন্ময় এর দাদী শেখ রাজিয়া নাসের এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, নূর ইসলাম বন্দ, মুন্সি মাহাবুব আলম সোহাগ, অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, এস.এম আকিল উদ্দিন, মো: মোতালেব মিয়া, মো: শাহাজাহান কচি। স্মরণ সভা ও দোয়া মাহফিলে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আজিজুর রহমান রাসেল। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল এর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.খ.ম জাকারিয়া। এসময় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।