ইউক্রেন শস্য রপ্তানি চুক্তি বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত জানালেন জাতিসংঘ প্রধান

0
112

ইউক্রেনকে শস্য রপ্তানি করার অনুমতি দিয়ে চুক্তির মেয়াদ বাড়ানোকে বৃহস্পতিবার স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তিটির ওপর নজর রাখা সংস্থা ইস্তাম্বুল ভিত্তিক যৌথ সমন্বয় কেন্দ্রের শেয়ার করা এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমি ইউক্রেন থেকে নৌপথে শস্য, খাদ্যসামগ্রী এবং সার রপ্তানির নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ বহাল রাখায় সমস্ত পক্ষকে স্বাগত জানাই।’

তিনি বলেন, ‘জাতিসংঘ রাশিয়ান ফেডারেশন থেকে খাদ্য ও সার রপ্তানির বাকি বাধাগুলো দূর করতেও সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ খবর এএফপি’র।