রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবে না

0
233

অবশেষে ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো যাবে না। এরপরও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে মস্কোর বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা কখনো ভাবিনি যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে যুদ্ধের অবসান ঘটবে কিন্তু এই নিষেধাজ্ঞা নিশ্চিতভাবে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তিকে দুর্বল করছে।”

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন বোরেল। তিনি বলেন, “আমরা রাশিয়াকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার প্রচেষ্টা অব্যাহত রাখব। রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার জন্য মস্কোর বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব। পাশাপাশি রাশিয়ার সাথে তৃতীয় পক্ষের যে সমস্ত দেশ অবস্থান নেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ৮২৭ কোটি ডলার দিয়েছে যা ইউক্রেনকে দেয়া আমেরিকার সামরিক সহায়তার শতকরা ৪৫ ভাগের সমান।#

পার্সটুডে