ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা কর্তৃক শিল্প সংক্রান্ত মামলার আসামী গ্রেফতার

0
106

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন’মেসার্স নর্থ খুলনা ব্রিকস’ (এন.কে.বি), একর্মরত শ্রমিক মাসুদ রানা (১৯), পিতা- সালাম শেখ, সাং+ থানা-বেনাপোল, জেলা – যশোর এর উপর হামলা করে জখম করার ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনারমোবাইল টিম ঘটনাস্থলে যান। গিয়ে ফ্যাক্টরীকর্তৃপক্ষের সহযোগিতায় আই পি-৬ খুলনারমোবাইল টিম মারপিটে জড়িত একজনকেপুলিশ হেফাজতে নেয়। ধৃত আসামী ১।রিয়াজ ওরফে রিয়াদ (২৫), পিতা-খোকন শেখ, সাং-শৈলমারী, থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনা।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র ফ্যাক্টরীর ম্যানেজার জনাব জ্যোতির্ময় বিশ্বাস বাদী হয়ে ধৃত আসামিসহ বটিয়াঘাটা থানায় হাজির হইয়াএজাহারনামীয় নয় (৯) জন সহ অজ্ঞাতনামা৫/৭ জনকে আসামী করে একটি মামলা দায়েরকরেন। যাহা বটিয়াঘাটা থানার মামলা নং-৫/১৫৮, তাং-১২/১১/২০২২ , ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/১১৪ পেনালকোড-১৮৬০। আই.পি-৬, খুলনা অত্র ইউনিটের আওতাধীন শিল্পএলাকার শিল্পসংক্রান্ত সকল মামলা তদন্ত করে থাকেন। এরই ধারাবাহিকতায় সুযোগ্য পুলিশ সুপার জনাবকানাই লাল সরকার এর নির্দেশক্রমে ইনচার্জসাবজোন-০১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনাচৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ মোঃজাহাঙ্গীর হোসেন এর উপর উক্ত মামলারতদন্তভার অর্পন করেন।অত্র মামলার অন্যান্যআসামী গ্রেফতারের চেষ্টা সহ আইনানুগ সকলকার্যক্রম অব্যাহত আছে।