আর্জেন্টিনার এবারের দল ২০১৪ বিশ্বকাপের মতোই: মেসি

0
214

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ফাইনালে খেলেছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। চেনা কন্ডিশন, তারকা সমৃদ্ধ দল বিবেচনায় আকাশি-নীল জার্সিধারীরা চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে চলে গিয়েছিল। অথচ মেসি এখনও চ্যাম্পিয়ন হওয়া থেকে কত দূরে। তার ওই আক্ষেপ দূর করতে পারেন নতুন প্রজন্মের আর্জেন্টাইন ফুটবলাররা।

লওতারো মার্টিনেজ দারুণ ছন্দে আছেন। মিডফিল্ডে রদ্রিগো ডি পল যেন একজন নেতা। গোলবারে এমি মার্টিনেজ ও রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো দলকে আস্থা দিয়েছেন। তাদের মধ্যে অনেকে ২০১৪ বিশ্বকাপের গোলরক্ষক সার্জিও রোমেরো এবং ডিফেন্ডার পাবলো জাবালেতার মিল পান।

রানার্স আপ হওয়া ওই দলের সঙ্গে কাতার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলেরও বেশ মিল খুঁজে পাচ্ছেন ১৫ বছর ধরে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের তকমা পাওয়া মেসি। সংবাদ মাধ্যম অলেকে এক সাক্ষাৎকারে লিও বলেছেন, এই দলের মানসিক শক্তি, এক সঙ্গে খেলা দলটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

মেসি বলেছেন, ‘প্রথম বিশ্বকাপে (২০০৬) আমি তরুণ ছিলাম। একটা নিষ্পাপ ভাব ছিল। আবার খেলার জন্য অপেক্ষা করতে হওয়ায় ক্ষুব্ধও ছিলাম। এরপর ২০১৪ বিশ্বকাপে আমরা খুবই ভালো খেলেছি। যা অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। একটা বিষয় সাফল্যের অন্যতম কারণ ছিল, এখন যা খুবই পরিষ্কর তা হলো, আমরা শক্তিশালী ছিলাম এবং দল হিসেবে খেলেছিলাম। যা আপনাকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ গোল করতে সহায়তা করবে।’

কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনা একটা দল হিসেবে লড়ছে। যাকে একজন সেনাপতি এবং অনেকগুলো সৈন্যর দল বলা চলে। মেসিকে অনুসরণ করে, মেসির জন্য এবং দেশের জন্য যারা সবটা উজাড় করে দিতে প্রস্তুত, ‘এবারের এই দল এবং দলটির একসঙ্গে থাকার, খেলার প্রক্রিয়ার মধ্যে ২০১৪ বিশ্বকাপের ওই দলের মধ্যে আমি অনেক মিল খুঁজে পাচ্ছি। ওই দলের একদম সদৃশ মনে হচ্ছে।’

বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা ২২ নভেম্বর প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। শক্তি বিবেচনায় মেসিদের সহজ প্রতিপক্ষ আরব দেশটি। তবে কাতারের সবচেয়ে নিকট প্রতিদ্বন্দ্বী হওয়ায় সৌদি কন্ডিশনের সুবিধা পাবে। মেসি তাই প্রতিপক্ষ নিয়ে না ভেবে প্রথম ম্যাচ ভালো শুরুর কথা চিন্তা করছেন, ‘প্রথম ম্যাচ ভালোভাবে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। এটা মৌলিক জিনিস বলতে পারেন। কারণ পরবর্তী টুর্নামেন্ট কেমন যাবে তার মাত্রা ঠিক করে দেয় প্রথম ম্যাচ।’