চাঁপাইনবাবগঞ্জ যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0
122

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এলাকায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য ধ্বংস ও উৎপাদনের দায়ে ০৩ প্রতিষ্ঠানকে ৩,৩০,০০০/-টাকা জরিমানা করে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এবং চাঁপাইনবাবগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।

র‍্যাব-৫একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ১০ নভেম্বর ২০২২ ইং তারিখ ৯.৩০ মিনিট হতে ২.৩০ মিনিট পর্যন্ত সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন এলাকায় একটি সমন্বিত অভিযান পরিচালনা করে ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাত করণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩/৪৪/৪৫ এবং ৫১ ধারা মোতাবেক ০৩ প্রতিষ্ঠানকে ৩,৩০,০০০/-(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল এবং নকল দ্রব্য ধ্বংস করা হয়।